এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৩ নারী পুরুষ কে সমাজসেবার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর নিজ কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র পাল এর উপস্থিতিতে এই অর্থ প্রদান করা হয়।
জানা যায়, জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৬ লক্ষ ৫০ হাজার টাকা ১৩ জন নারী পুরুষ ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব অসহায় রোগীদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সুস্থতা দীর্ঘ আয়াত কামনা করেন।