নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে অস্বাস্থ্যকর, নোংরা,জীবন বিপিন্নকারী পরিবেশ বিদ্যমান থাকায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্টানকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।
জানাযায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ পৌর এলাকার তারিন সুইটমিট, শান্তিবাগ রেস্টুরেন্ট ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস.আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।