হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে। এরই আলোকে আমাদেরকে তামাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে তামাকমুক্ত ঘোষণা করতে হবে, এব্যাপারে তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে একটি পরিপত্র জারি করার জন্য বলেন।
তাছাড়া জেলা তথ্য অফিস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে তামাকের বিরুদ্ধে প্রচারণা চালানো জন্য বলেন। তিনি আরো বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের উদ্ধোগে গণ পরিবহনে তামাক বিরোধী প্রচারপত্র বিলি করতে হবে।
মঙ্গলবার দূপূর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভায় অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।