স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে মিরপুর শ্রীমঙ্গল সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুগ্ধপোষ্য শিশু সহ গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ বেঙ্গল ফিস এন্ড মিট কোম্পানির (ঢাকামেট্রো শ-৩৮২২) কাভার্ড ভ্যান আটক করেছে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সেলিম আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুগ্ধপোষ্য শিশু কোলে নিয়ে ওই অজ্ঞাত নারী সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় শ্রীমঙ্গলগামী বেঙ্গল ফিস এন্ড মিট এর কাভার্ড ভ্যান ওই নারীকে সজোড়ে ধাক্কা দেয়। এতে শিশু সন্তান সহ নারী সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।
এঘটনার খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত মা ও শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং কাভার্ড ভ্যানের চালক মুরাদ মিয়া ও হেলপার জাহাঙ্গীরকে আটক করা হয়। এছাড়া কাভার্ড ভ্যানটি সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।