স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পথনাটক পরিষদের জাতীয় সম্মেলন অনুষ্টিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলো বেলা ৩ টায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ পথ নাটক পরিষদ এর ষষ্ঠ জাতীয় সম্মেলন ২০২১।
বেলা ২টা থেকে রেজিষ্ট্রেশন, ৩টা থেকে জাতীয় সম্মেলন জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
পথ নাটক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আহমেদ গিয়াস এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুছ।
সম্মেলন উদ্বোধন শেষে প্রয়াত সকল সংস্কৃতজনদের জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়।
দ্বিতীয় পর্বে সম্মেলনে অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদক তাদের প্রতিবেদন পেশ করেন।
তৃতীয় পর্বে সাবজেক্ট কমিটির মাধ্যমে আগামী তিন বছর (২০২২-২০২৪) এর জন্য সাবজেক্ট কমিটির অন্যতম সদস্য আক্তারুজ্জামান ২১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটির নাম ঘোষনা করেন।
নতুন সভাপতি মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।সিলেট বিভাগ থেকে একমাত্র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে শায়েস্তাগঞ্জ থিয়েটার এর দল প্রধান মোহাম্মদ জালাল উদ্দিন রুমি’র নাম ঘোষনা করা হয়।