স্টাফ রিপোর্টার :
দুই সপ্তাহের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও তঁার সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০৭ ফ্লাইটে তঁারা রওয়ানা হয় ম্যানচেস্টারের উদ্দেশ্যে।
শিডিউল ঠিক থাকলে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ম্যানচেস্টারে পেঁৗছানোর কথা। আগামী ৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় তঁারা ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০৮ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানা গেছে।
গণমাধ্যমের সঙ্গে কথা হলে এমপি আবু জাহির সময় স্বল্পতার কারণে সকলের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।