স্টাফ রিপোর্টার ”
রাত পোহালেই চতুর্থ ধাপে বানিয়াচং ও লাখাই উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার(২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে নির্বাচনী প্রচারণা।
জানা যায়, বানিয়াচং উপজেলার ১৪টি ও লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে ৬৯ ও লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৩৩
জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও বানিয়াচং উপজেলার ১২৬টি সাধারণ ওয়ার্ডে ৫৭৮ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডে ১৮৪ এবং লাখাই উপজেলার ৫৪টি সাধারণ ওয়ার্ডে ২৩৯ ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন।