চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্তের জের ধরে নানি – নাতনিসহ ৩জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, সোমবার সকালে উপজেলার ৪নং পাইকপাড়া ইউপির হলদিউড়া গ্রামের মৃত কাছমত উল্লার স্ত্রী ফরজান বেগম (৪৮) তার মেয়ে সিতারা (২৭) নাতনি গণেশপুর আলহাজ্ব মোজাফফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার (১৪)কে মক্তবে যাওয়ার পথে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত জখম করেন।
আহতদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।