বিশেষ প্রতিনিধি ”
সারাদেশে ২১৯ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি। এর মাঝে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের ৯২ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে ইউপি নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী নতুন বছরের ৩১ জানুয়ারি ভোটগ্রহণ, মনোনয়নপত্র দাখিলের তারিখ ৩ জানুয়ারি, প্রত্যাহারের তারিখ ১৩ জানুয়ারি ও ১৪ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করা হবে।