নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুপেশ গোপ (৬৯) শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। বার্ধক্য জনিত কারনে তিনি পরলোক গমন করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের উপস্থিতিতে বিকেলে তার নিজ বাড়িতে নবীগঞ্জ থানার একদল পুলিশ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ ও গ্রামবাসী।
মৃত্যুকালে রুপেশ গোপ স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।