স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জে জেলা প্রশাসন উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মোহাম্মদ নাজমুল হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুহাম্মদ সাদিকুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।