স্টাফ রিপোর্টার “হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের ছেলে সামিউর রহমান সামি’র মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে পৌর টাউন হলে শোক সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, মোঃ আক্রাম আলী, প্রবাল কুমার মোদক, শ্যামল কুমার চৌধুরী, অ্যাডভোকেট লুৎফুর রহমান, জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধু্রী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আতাউর রহমান সেলিম, আব্দুল মোছাব্বির বকুল, মিজানুর রহমান শামীম, জিতু মিয়া চৌধুরী, রোকন উদ্দিন তালুকদার, নূরুল ইসলাম তালুকদার, আব্দুল মোতালিব, আব্দুর রহমান, হাবিবুর রহমান খান, নাজমুল হাসান, অ্যাডভোকেট আফজাল আলী, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন, ফেরদৌস আহমেদ আডভোকেট দেবাংশু দাশগুপ্ত, চৌধুরী মোঃ ফরিয়াদ, হুমায়ুন কবির রেজা, বোরহান উদ্দিন চৌধুরী, অ্যাডভোকে ফয়জুল বশির চৌধুরী সুজন, মোস্তফা কামাল আজাদ রাসেল, সেবুল আহমেদ, সাদিকুর রহমান মুকুল, বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহী।
পরে সামিউর রহমান সামির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।