সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের শপতবাক্য পাঠ ও সংবর্ধনা পালিত হয়েছে।
১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে নানা কর্মসূচির সূচনা হয়। একই সাথে উপজেলার সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে রলেওয়ে জংশন, কুটিরগাঁও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধ এনামুল হক মুস্তফা শহীদ কবরস্থান ও পূর্ব বড়চর বৃহত্তর সিলেট বিভাগের প্রথম ২ শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিল হোসেন ও আফিল উদ্দিন কবরে দূর্যয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐহিত্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা (ওসি) অজয় চন্দ্র দেব জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা এবং মসজিদে দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
সকাল ১০ টায় উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীশ দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলাঃ পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আলী, থানার ওসি (তদন্ত) মোর্শেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুরুল হক মাসুদ, বীর মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মতুর্জ, বীর মুক্তিযোদ্ধা শাফিকুল ইসলাম চৌধুরী মাহতাব, বীর মুক্তিযোদ্ধা সফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা রনবীর পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সিলেট বিভাগের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা মফিল হোসেন এর পুত্র সফিক হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ খান সহ অন্যান্যরা বক্তৃতা রাখেন। বক্তৃতা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও স্ত্রী হাতে বিজয় দিবসের উপহার তুলে দেন।
সন্ধ্যা ৬ টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সবোর্ত্তম ব্যবহার আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।