হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : প্রধান অথিতির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন বলেন-মাদক তিলে তিলে একটা সমাজকে ধ্বংস করে করে দেয়।
আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।মাদক চোরাচালান প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে । শুধু মাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক চোরাচালান প্রতিরোধ করা সম্ভব না তাই মাদক চোরাচালান রোধে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। মাদক হচ্ছে সকল অপকর্মের মূল। আসুন আমরা মাদকের বিরোদ্ধে ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলি ।
গতকাল সোমবার বিকাল ৪ টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে বিজিবি কতৃর্ক আয়োজিত জনসেচতনতামূলক মতবিনিময় সভায় চেয়ারম্যান সামছুল ইসলাম কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা আবু শামা,আক্তার মাষ্টার,ফিরোজ মিয়া মেম্বার,সোহরাব মেম্বার,ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্য নিবার্হী সদস্য ওসমান গণি,সাংবাদিক হামিদুর রহমান,এখলাছুর রহমান সরর্দার,শফিকুজ্জামান,মাওঃশহিদুল্লাহ,ফয়েজ আহমেদ,রুজেল মিয়া প্রমুখ।