স্টাফ রিপোর্টার : পবিত্র ওমরাহ পালন শেষে আজ সোমবার দেশে ফিরবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং তার সহধর্মীনি আলেয়া আক্তার।
জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে আজ সকাল ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে তাদের পৌছার কথা।
এর আগে গত ৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরবের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা দেশত্যাগ করেন। রাত ৯টা ৪০ মিনিটে তঁারা সৌদিআরবের প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পেঁৗছেন।
এমপি আবু জাহির সস্ত্রীক সৌদিআরবে অবস্থানকালে পবিত্র ওমরাহ পালন ও সেখানে অবস্থিত হবিগঞ্জবাসীর উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।