আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট :
চুনারুঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।এ সসময় মাদক সহ ৩জন কে হাতেনাতে আটক করে প্রত্যেক কে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন চুনারুঘাটের সহকারী কমিশনার মিল্টন চন্দ্র পাল।
(১২ ডিসেম্বর) দুপুর ১২.০০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের মুড়ারবন্দ মাজার সংলগ্ন স্থানে পুলিশ ও হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সহায়তায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
এসময় গাজা সেবন ও সংরক্ষণ এর অপরাধে ১. মোঃ পরশ আলী ২. মোঃ জুয়েল মিয়া ৩. মোঃ সুমন, সাং- নরপতি মোট ৩ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল।উপজেলা প্রশাসনের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।