মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া বাসস্ট্যান্ডের নিকট এ দুর্ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর সদর থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা আন্দিউড়া’র দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো ঠ ১৩-৩৩৩৫) রিক্সাটিকে ধাক্কা দেয়।
এত রিক্সাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং এর চালক উপজেলার মাধবপুর পৌরসভার পুর্ব মাধবপুর এলাকার মৃত চান মিয়া’র পুত্র মানিক মিয়া (৬০) ও যাত্রী উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুক্তা ধর তাদের উন্নত চিকিৎসার জন্য আশরাফুল ইসলাম’কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও মানিক মিয়া’কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আঘাত মাইক্রো বাসটি আটক করেছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।