স্টাফ রিপোর্টার,সৌদিআরব :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরকে সৌদিআরবের জেদ্দায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় জেদ্দার হোটেল ইম্পেরিয়াল হলরুমে সৌদিআরবস্থ হবিগঞ্জ জেলা আওয়ামী ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের আহবায়ক হোসেন আহমদের সভাপতিত্বে ও জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংবর্ধিত ব্যক্তিত্ব আলেয়া জাহির।
আরো উপস্থিত ছিলেন আজাদ মোবারক, খলিলুর রহমান খেলু, শাহ নিজাম উদ্দিন শাকি, কাউসার আলম শাহীন, বকুল, নুর আলম, শাহীন, সেলু, কাজল, মোতাব্বির ও মহাদ্দিস সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। এ সময় বর্তমান সরকারের দেশজুড়ে নানা উন্নয়ন ও হবিগঞ্জের উন্নয়ন অগ্রগতির উদাহরণ তুলে ধরে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহবান জানান।