জামাল হোসেন লিটন/খন্দকার মায়া, চুনারুঘাট :
চুনারুঘাটের বাতিঘর বলে খ্যাত পদক্ষেপ গণপাঠাগার ১৩ বছরে পা রেখেছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩ টায় চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদক্ষেপ গণপাঠাগারে এসে শেষ হয়।
সন্ধ্যা ৬ টায় পাঠাগারে অনুষ্ঠিত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন মোস্তফা মোরশেদ উপসচিব, অর্থ বিভাগ ও সভাপতি পদক্ষেপ গণপাঠাগার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সাথী মুক্তাদির কৃষ্ণান চৌধুরী, ইমান আলী, হেলাল আহম্মেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এস এম মিজান, আয়েশা হুসেন মিম প্রমূখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।