বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবলে নব নির্মিত মসজিদের পাকা দেয়াল ধ্বসে তাওফিদ আহমদ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর কচুয়াদি প্রকাশিত চারগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাওফিদ ওই গ্রামের কৃষকলীগ নেতা আব্দুল হাই এর কনিষ্ঠ পুত্র।
জানা যায়, আজ উত্তর কচুয়াদি মসজিদের ওয়াজ মাহফিল উপলক্ষে অন্যান্য শিশুদের মত তাওফিদও সেখানে যায়। এক পর্যায়ে নবনির্মিত মসজিদের দেয়াল ধরে উঠতে গেলে ইটগুলো তাওফিদের উপর ধ্বসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুটফুটে শিশু তাওফিদ আহমেদের মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম বইছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।