নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আউশকান্দি এলাকায় রুস্তুমপুর টোল প্লাজা এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা ও গাড়িসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (০৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ি এসআই সফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন রুস্তমপুর টোলপ্লাজার নিকটবর্তী জনৈক জাহির উদ্দিনের বিল্ডিং এর সামন থেকে অভিযান পরিচালনা করে একটি নীল রং এর প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ- ১১-০৩৮৭) ও ৩৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার উত্তর বড় কাপন গ্রামের মোঃ আফতাব আলীর পুত্র সাহিদ মিয়া (২৮) কে গ্রেপ্তার করে।
এ ব্যপারে মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।