আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাটঃ
চুনারুঘাটে বন্ধুকে সাথে নিয়ে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে জন্মদাতা পিতা ও তার বন্ধুর উপর। এ ঘটনায় পিতা ও তার ধর্ষক বন্ধুকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। র্যাব আটকদের আজ বুধবার দুইটায় চুনারুঘাট থানায় হস্তান্তর করে।
ধর্ষিতা ওই কিশোরীর চাচা আব্দুল মালেক জানান, নিজের কিশোরী কন্যাকে গত বুধবার থেকে প্রতিদিন ধর্ষণ করে আসছে জন্মদাতা পিতা। সাথে তার এক বন্ধুও মেয়েটিকে ধর্ষণ করে বলে গত সোমবার সকালে ঘটনাটি তার চাচীকে জানায় ওই কিশোরী।
এ অবস্থায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন তারা। পরে উপায়ান্তর না দেখে ৯৯৯ এ বার বার ফোন করে সহযোগীতা চাইলেও কেউ এগিয়ে আসেনি। একপর্যায়ে বিষয়টি র্যাবকে অবহিত করেন তারা।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল নিজ বাড়ি থেকে পিতা আব্দুল খালেক ও তার ধর্ষক বন্ধু আব্দুল কাদিরকে আটক করে।
জানা যায়, আব্দুল খালেক (৪০) মালয়েশিয়া প্রবাসী। প্রায় ১ বছর পূর্বে করোনার কারণে সে দেশে আসে। দেশে আসার পর থেকে স্ত্রীর সাথে দাম্পত্য কলহ শুরু হয় তার। স্ত্রীর উপর চালায় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রায় ১ মাস পূর্বে পিত্রালয়ে চলে যায় তার স্ত্রী। এ সুযোগেই গত ৬ দিন যাবত বন্ধুকে সাথে নিয়ে নিজ কন্যাকে ধর্ষণ করে আসছে পিতা আব্দুল খালেক বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ, ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনাস্থল পরিদর্শন করেন।