আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মিশু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।
বুধবার দুপুর দেরটায়দিখে বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। মিশু মিয়া আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফনগর গ্রামের মালডুবা মিয়ার পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে পিরিছপুর গ্রামের মাদক ব্যবসায়ির ডিলারের কাছ থেকে মিশু মিয়া মাদক সংগ্রহ করে তার বাড়িতে প্রতিদিন মাদকের আসর বসাতো। গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইণচার্জ (ওসি) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পিরিছপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, তার দেহ তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানান।