বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ এক মাসের সাঁজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার ছত্রিশ গ্রামের মফজ্জল আলীর ছেলে ইরান উদ্দিন। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি রফিকুল হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রোববার রাতে গ্রেফতারকৃত আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।