নিজস্ব প্রতিবেদক :
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক যায়যায়দিন এর দুইদিন ব্যাপি প্রতিনিধি সম্মেলন বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ও ৪ ডিসেম্বর কক্সবাজারের পাচতারকা হোটেল সী ওয়ার্ল্ডে নানান আয়োজনে, ১৬ তম প্রতিনিধি সম্মেলন উদযাপন করা হয়েছে।
সেখানে সারাদেশের প্রায় ৩ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
হবিগঞ্জ থেকে ৫ টি উপজেলার প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এর মাঝে রয়েছেন মাধবপুর উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, আজমিরীগঞ্জ প্রতিনিধি মোঃ আবু হেনা রনি, বানিংয়াচং প্রতিনিধি শেখ জুবায়ের জসিম, লাখাই প্রতিনিধি মহসিন সাদেক, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউক। ব্যক্তিগত সমস্যার কারণে সম্মেলনে অংশগ্রহণ করতে পারেননি হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নুরুল হক কবির, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন লিটন, বাহুবল প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির ও নবীগঞ্জ প্রতিনিধি এটি এম সালাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাইস চৌধুরী।
তিনি তার বক্তব্যে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে নানান দিকনির্দেশনামুলক বক্তব্য দেন এবং পত্রিকার সকল পাঠক, হকার, বিজ্ঞাপনদাতা ও যায়যায়দিনের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হবিগঞ্জ থেকে অংশগ্রহণ করা ৫ সাংবাদিক তাদের রিপোর্টের ভিত্তিতে আকর্ষণীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন।