দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ৩য় ধাপে হবিগঞ্জ সদর উপজেলার ৮ টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
এর মধ্যে চারটিতে নৌকা ও ৪টিতে স্বতন্ত্র-বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নে চশমা প্রতীকে কাওসার আহমেদ শামীম,
২নং রিচি ইউনিয়নে নৌকা আব্দুর রহিম,
৩নং তেঘরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোতালিব,
৪নং পইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে সৈয়দ মঈনুল হাসান আরিফ,
৫নং গোপায়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে আব্দুল মন্নান,
৬নং রাজিউড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বদরুল আলম দুলাল,
৯নং নিজামপুর ইউনিয়নে আনারস প্রতীকে তাজ উদ্দিন আহমেদ তাজ ও
১০নং লস্করপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাহবুবুর রহমান হিরু ( নৌকা)।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে মোট ৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে রাত ১০টার দিকে নির্বাচন কমিশনার সাদেকুল ইসলাম ওই কেন্দ্রের ভোট ঘোষণা করেন।
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ভাবেই অনুষ্ঠিত হয়েছে।