মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে সাড়ে ১২টায় মাধবপুর উপজেলার বাখরনগর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ১’জন হলেন- মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (৫২),উপর আহত ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার তৈয়ব আলী ছেলে মোঃ শাহজাহান (৩২) ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করছিল। এই সময় এনা পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে একজন আরোহী মারা যান, একজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত একজনকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন ।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়েছে।