হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের মনতলা-তেমুনিয়া এলাকা থেকে ৪৪ পিছ ইয়াবা সহ এক সিএনজি ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রামমান আদালতের বিচারক।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মাধবপুর-হরষপুর সড়কের মনতলা তেমুনিয়া নামক স্থানে সিএনজি(হবিগঞ্জ থ ১১-৫২১১) ভিতর তল্লাসি চালিয়ে ৪৪ পিছ ইয়াবা সহ সিএনজি ড্রাইভার বিল্লাল হোসেন (২৮) কে আটক করেন। সে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের নান্নু মিয়ার পুত্র।
রাত ৯টার দিকে ইয়াবা পাচারকারী সিএনজি ড্রাইভারকে ভ্রামমান আদালতের মুখোমুখি করা হলে ভ্রামামান আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৯০এর ২২(গ) ধারা অনুসারে ইয়াবা পাচারকারী সিএনজি ড্রাইভারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তিনি আরও জানান,জব্দকৃত ইয়াবার মূল্য ১৩ হাজার ২০০ টাকা এবং সিএনজির মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।জব্দকৃত মালামালের মোট মূল্য দাড়িয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা।