দিলোয়ার হোসাইন, বানিয়াচং প্রতিনিধি : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় চতুর্থ ধাপের নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়।
প্রার্থীগন হলেন ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে আরফান মিয়া, ৫নং দৌলতপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, ৬নং কাগাপাশা ইউনিয়নে মোঃ আব্দুল মজিদ, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে শেখ ফরিদ, ৮নং খাগাউড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরফিন শওকত সেলিম, ৯নং পুকড়া ইউনিয়নে নানু মিয়া,১০নং সুবিদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয় কুমার দাস, ১১নং মক্রমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আহাদ মিয়া,১২নং সুজাতপুর শামীম আহমেদ,১৩নং মন্দরী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামসু মিয়া, ১৪নং মুরাদপুর ইউনিয়নে মিজান মিয়া ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফজলুর রহমান।