স্বপন তরফদার : অদ্য ২৪ মে ২০১৫ তারিখ ১১০০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক গত ০১ নভেম্বর ২০১৪ হতে ১৫ মে ২০১৫ তারিখ পর্যন্ত সীমান্তে অভিযান পরিচালনা করে ২,২৯,৬৩,৬০০/-(দুই কোটি ঊনত্রিশ লক্ষ তেষট্টি হাজার ছয়শত) টাকা মাদক দ্রব্য আটক করা হয়।
উক্ত আটককৃত নি¤œবর্ণিত মাদক দ্রব্যগুলো ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে জনসচেতনা জন্য স্কুল কলেজ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যগুলো হল ১১১৮০বোতল বিভিন্ন প্রকার বিদেশী মদ, ৩৬৮২ বোতল ফেন্সিডিল, ১১৫৭.৫ কেজি গাঁজা, ১৬৩৩ বোতল বিভিন্ন প্রকার ফেন্সিডিল জাতীয় সিরাপ, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ প্যাকেট পাতার বিড়ি এবং ৩৮ লিটার চোলাই মদ ।
উক্ত ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুল হায়দার, এনডিসি, পিএসসি, কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার মোঃ শাহরিয়ার রশীদ, পিএসসি, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক জনাব ড. মোশারফ হোসেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জনাব মোঃ মনিরুজ্জামান, পিপিএম- সেবা (বার) , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শরাফ উদ্দিন আহ্মেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ হুমায়ন কবীর, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় স্কুল কলেজ এর ছাত্র/ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন সহকারী পরিচালক, মোঃ আহ্সান হাবীব, ভারপ্রাপ্ত অপস্ অফিসার, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল।