নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ভোট কেন্দ্র বহালের দাবী জানিয়েছেন স্থানীয় ৫ গ্রামের লোকজন। অন্যতায় ভোট বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরাসা মাঠে স্থানীয় পাচ গ্রামের লোকজনের উদ্যোগে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শেখ মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ২নং পুটিজুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজীপুর, ভাটপাড়া, চকগাও, হাসনাবাদ ও শেওড়াতুলী গ্রামের সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতাকালে মোঃ জালাল উদ্দিন, আলাল মিয়া মেম্বার, জয়নাল আবেদিন, আব্দুর রেজ্জাক, রুহুল আমিন মেম্বার, আব্দুল্লাহ মিয়া, আব্দুল খালিক, তাহির মিয়া, সাগর বাবু, আলমগীর হোসেন, শাহবুদ্দিন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক সহ এলাকার সামাজিক ও বিশিষ্ট মুরুব্বিগণন বলেন, পুটিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি পুরনো এবং নিরাপদ। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে । অথচ ভোটকেন্দ্রটি গাজীপুরে স্থানান্তরে পায়তারা চালানো হয়েছে। কিন্তু সেখানে কেন্দ্রটি নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ বলে দাবী করেন বক্তারা।