কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাটে শর্ত ভঙ্গ করে ব্রীজের কাছ থেকে বালু উত্তোলন করায় এক মহালদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত ভৌমিক এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার সদর ইউনিয়ন কাজিরখিল ঘরগাও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময ভ্রাম্যমান আদালত দেখতে পায় সরকারি শর্ত ভঙ্গ করে মহালদার কাজিরখিল খোয়াই নদীতে নির্মিত ব্রীজের কাছ থেকে বালু উত্তোলন করছে।
এ সময় মহালদার হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আব্দুল গফুরের ছেলে ফারুক মিয়াকে ভ্রাম্যমান আদালত বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক।