মোঃ জামাল হোসেন লিটন,চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ- হবিগঞ্জের চুনারুঘাটে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর আমন ধানের চারা রোপনের পর থেকেই হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকায় অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। চুনারুঘাট উপজেলায় এ বছর ১৭ হাজার ৭শত হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদনে লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫শত ৭০ মেট্রিক টন।
বিগত বছরগুলোতে বাদামী ঘাস ফড়িং, ব্লাষ্ট সহ বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় থাকলেও এবছর তা দেখা যায়নি। চুনারুঘাটের নবাগত কৃষি অফিসার মোঃ মাহিদুল ইসলাম বিভিন্ন ক্ষতিকারক পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে এবার কৃষকদের মাঝে ৩০ হাজার লিপলেট বিতরন আগাম সতর্ক করে পরামর্শ দিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়নের ইউনিট গুলোতে। তিনি বলেন এ বছর এ পর্যন্ত কোন রোগ বালাই দেখা যায়নি।
ফলন ঘরে তুলার বাকী সময় প্রকৃতি অনুকূলে থাকলে এ বছর সম্ভাবনাময় আশানুরূপ ফলনের কথা জানিয়েছেন কৃষক ও কৃষি অফিসার মাহিদুল ইসলাম।