নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা বাইপাসে পূর্ব বিরোধের জের ধরে ইলেকট্রিশিয়ান হিরা মিয়ার বাম চোখ নষ্ট করে দিয়েছে ওই এলাকার রাজু ও তার পুত্র রুবেল। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার আরজু মিয়ার পুত্র।
গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের হিরা মিয়ার সাথে রাজুর বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় রাজু তার পুত্র রুবেল দাড়ালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এসময় তার বাম চোখ নষ্ট হয়ে যায়।
গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।