বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার মিরপুর দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর ) দুপুরে মাদ্রাসা হল রুমে সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা পরিবারের সদস্য এহসান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্য সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ আব্দুল্লাহ মিয়া, মঃ সাজিদুর রহমান ও মোঃ বদরুল আলম।
শিক্ষক মাওলানা নুরুল হক ও মাওলানা নুর উদ্দিনের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী সুপার মাওলানা মোঃ ছায়েদ আলী, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা জামাল আহমদ। ছাত্রছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করে মোছাম্মদ শিমু আক্তার ও মোঃ ফয়ছল আহমদ।
মাহফিলের শুরুতে নবনির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন শিক্ষকবৃন্দ। শেষে মোনাজাত পরিচালনা করেন সভাপতি হাফেজ মাওলানা আলাউদ্দিন। শিক্ষক নুরুল আমিন শাহজাহানের তত্বাবধানে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।