বিনোদন ডেস্ক : ‘পারজানিয়া’ খ্যাত পরিচালক রাহুল ঢোলকিয়া তার পরবর্তী ছবি ‘রাইস’ এর নায়িকা খুঁজে পেয়েছেন। ‘রাইস’ নামের এই ছবিতে শাহরুখেরে বিপরীতে নায়িকা হিসেবে নির্বাচন করেছেন পাকিস্থানি অভিনেত্রী মাহিরা খানকে।
ছবিতে অভিনয়ের জন্য প্রথমে সোনম কাপুর ও পরবর্তীতে কীর্তি সাননকে মনে ধরে ছিল পরিচালক রাহুলের। কিন্তু কোথায় যেন, মিল পাচ্ছিলেন না তিনি। অবশেষে সীমানা পেরিয়ে চির বৈরি পাকিস্তান থেকেই নায়িকা আনা হলো।
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান করাচির বাসিন্দা। সবশেষ ২০১১ সালে শোয়েব মানসুর পরিচালিত ‘বোল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
এদিকে শাহরুখ খান এখন ব্যস্ত যশরাজের ফিল্মসের ‘ফ্যান’ ছবির শ্যুটিং নিয়ে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মুম্বাই ও গুজরাটের প্রত্যন্ত গ্রামে তিনি ‘রাইস’র কাজ শুরু হতে পারে।