নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) মহাসড়কের শান্তি শৃঙ্খলা,নিরাপত্তার লক্ষ্যে ঢাকা – সিলেট মহাসড়কের পাশে অবস্থিত বাহুবল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
বক্তব্য রাখেন বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, কলেজের শিক্ষার্থী সাইদুর রহমান, পারভেজ আহমেদ, সুমাইয়া আক্তার তান্নী, সাদিয়া বিনতে জারা প্রমুখ।