নবীগঞ্জ প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ নভেম্বর) নবীগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) জনাব উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম।
দিবসটির উদযাপন শুরু হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।