নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র্যাব ৬০ কেজি গাঁজাসহ মো. রিয়াদ আলী (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামে এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তার রিয়াদ আলী হাপ্টার হাওর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এ ঘটনায় র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।