নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলাদলকে সাংগঠনিক গতিশীলতার লক্ষে সারা প্রতিটি বিভাগে বিভাগীয় টিম গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় টিম গঠন হয়েছে।
মহিলাদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত পত্রে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলাদল কেন্দ্রীয় কমিটির ১ম যুগ্ম-সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মি আক্তারকে সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের দলনেতার দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, শাম্মি আক্তার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ গোছাপাড়া গ্রামের প্রয়াত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কমান্ডারের বড় মেয়ে ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।