জুয়েল রহমান, বানিয়াচং থেকে : ন্যাশনাল এগ্ৰিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ এর সহযোগিতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বোরো ধানের সমকালীন চাষাবাদে কৃষকদের মাঝে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ নভেম্বর)রোজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ মোঃ তমিজ খানের সভাপতিত্বে ও বানিয়াচং কৃষি অফিসার মোঃ কৃষিবিদ এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন,কৃষিবিদ খন্দকার মকবুল হোসেন,কৃষিবিদ মোহাম্মদ আল-আমিন মিয়া প্রমূখ।
উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগন তাদের বক্তব্যে
২৮ এর পরিবর্তে ৮৮,৮৯,ধান চাষ করার কথা বলেন।
এছাড়াও তাড়া এই স্লোগানকে সামনে রেখে কৃষক বাঁচলে দেশ বাঁচবে,শিক্ষিত যুবকরা এখন কৃষির দিগে অগ্রসর হচ্ছে।
এসব উচ্চারণ করেন।
এমনকি সরকার কৃষকদেরকে সব ধরনের সার্বিক সহযোগিতা করে আসছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন বলে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।