নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৩১ অক্টোবর রবিবার রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল হক, সঙ্গীয় কনস্টেবল আরাফাত হোসেন, কনস্টেবল স্বপন কুমার বৈদ্যসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত মড়রা সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়ক হইতে মড়রাগামী পাকা রাস্তার ০২ নং কালভার্টের উপর হইতে ৭৭ (সাতাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আলমগীর মিয়া (২৮) কে আটক করেন।
আসামী আলমগীর হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ০৭ নং উবাহাটা ইউনিয়নের শিমুলতলা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব আটকের সত্যতা নিশ্চিত করেন।