বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
(৩০ অক্টোবর) শনিবার সকাল ১০টায় “মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি বিল ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ ২আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজিদ খান বলেন, জনগনের কল্যাণ সাধনে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন বানিয়াচং থানার পুলিশ ফোর্স। সকল প্রকার অপরাধ দমনে বিশেষ অবদান রাখতে সক্ষম হচ্ছেন পুলিশবৃন্দ। তাই আমাদের উচিত “পুলিশই জনতা,এবং জনতাই পুলিশ এই লক্ষ্যবার্তা কে কেন্দ্র করে অপরাধ দমনে পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। তাহলেই কমিউনিটি পর্যায়ে দাঙ্গা, হামলা,মামলা ইত্যাদি অনেকটাই কমে যাবে।
বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান,মৌঃ হাবিবুর রহমান, এরশাদ আলী, কাজী আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ লস্কর, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।