নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে শিক্ষক প্রতিনিধি ভোটে ও অভিভাবক সদস্য পদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে ( ৩০ অক্টোবর) মনোনয়ন বাছাইয়ে বৈধতা ঘোষনা করায় এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অভিভাবক সদস্য পদে চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। শিক্ষক প্রতিনিধি হিসেবে গোপন ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আমিন শাহজাহান এবং অভিভাবক সদস্য পদে নির্বাচিত প্রার্থীরা হলেন, সাংবাদিক সাজিদুর রহমান, মোঃ আব্দুল্লাহ মিয়া, মোঃ সাজিদুর রহমান ও বদরুল আলম।
উল্লখ্য, বাহুবল উপজেলার প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় অফিসার রুবাইয়া বেগম ২৫ অক্টোবর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ২৬ অক্টোবর হতে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ৩০ অক্টোবর, প্রত্যাহার ৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে এবং ভোট গ্রহণ ১৫ নভেম্বর সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয় ।
কিন্তু তফসিল ঘোষণার পর একমাত্র ৪ প্রার্থী ২৮ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র জমা দেন। ৩০ অক্টোবর দুপুরে প্রিজাইডিং অফিসার এর পক্ষে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন বাছাইয়ের পর চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করলে উল্লেখিতরা বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।