প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রিচি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা যুবদল।
গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বার্তায় জালাল আহমেদ বলেন- মিয়া মোঃ ইলিয়াছ ছিলেন যুবদলের উজ্জল নক্ষত্র, একজন ভাল সংগঠক। তিনি রাজীনিতির পাশাপাশি একজন জনপ্রতিনিধি ও সফল ব্যবসায়ী ছিলেন। তিনি কর্মজীবনে মানুষের হৃদয় জয় করতে পেরেছেন। তার জানাজার নামাজে মানুষের উপস্থিতি তারই প্রমাণ। যা হবিগঞ্জে দৃষ্টান্ত হয়ে থাকবে। যুবদল নেতা ইলিয়াছের মৃত্যুতে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমরা একজন দিবেদিত নেতাকে হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জন্নাতুল ফেরদৌস নসিব করেন।