বিশেষ প্রতিনিধি : অস্রুভেজা কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জেলা যুবদলের সভাপতি ও শিল্পপতি মিয়া মোঃ ইলিয়াছের জানাযা সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, প্রিপ্রিয় মানুষটিকে হারিয়ে প্রতিটি মানুষের চোখে কান্নার জল।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, বিএনপি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ জি কে গৌছ, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু, হবিগঞ্জে পৌরসভার বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে পরিবারের লোকজন তাকে শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।