সৈয়দ সালিক আহমেদ : ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায় এর আওতায় “প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচিতিমূলক কোর্স” শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সকল ধর্মের মানুষকে এগিয়ে আসা দরকার। তাছাড়া যেকোন প্রশিক্ষণে ব্যক্তিগত দক্ষতা ছাড়াও সামাজিক উন্নয়নে ভুমিকা রাখে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলিন চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ অশোক মাধব রায় ,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস , জেলা মৎস্য কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহউল্লাহ , প্রেসপ্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।