মোতাব্বির হোসেন কাজল : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে সরকারি খাল দখল করে নির্মিত ৪ টি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার শানখলা বাজার এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল। এসময় চলিতার আব্দা মৌজার ১ নং খাস খতিয়ানভূক্ত জমিতে নির্মিত ৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের পাশের খাল দখল করে দোকান নির্মান করে ব্যবসা করে আসছিলো।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, শানখলা বাজারে ১ নং খাস খতিয়ানভূক্ত জমি দখল করে নির্মিত ৪ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। পর্যায়ক্রমে সকল সরকারি জমি দখল মুক্ত করা হবে এবং এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।