সৈয়দ সালিক আহমেদ : শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপন কর্মসুচী ও মাদকবিরোধী সমাবেশ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে যদি সঠিক শিক্ষা থাকে, তাহলে কখনো ধর্মীয় সামপ্রদায়িক সহিংসতা সৃষ্টি হবেনা, সমাজের অবক্ষয় হবেনা। শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও মূল্যবোধ থাকতে হবে। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি পরিবারে বাবা মাকে সহযোগীতা করতে হবে, বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের এসব শিক্ষার্থীদেরকে মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে।
তিনি আজ মঙ্গলবার ২৬ অক্টোবর আইডিয়াল হাই স্কুল ভাদৈ মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ এবং মৌলভীবাজার শাখার দ্বায়িত্বপ্রাপ্ত আবেদ হায়াত হাসান, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আনজুমা আরা বেগম, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, স্কাউটস লিডার বদরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদের স্কাউটসের লিডার ট্রেইনার প্রমথ সরকার।
এরপর জেলা প্রশাসক ইসরাত জাহান বিদ্যালয় মাঠে ২টি ঔষধি গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করেন।