আব্দুর রাজ্জাক রাজুঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।এতে ৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।তারা হলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক সরকার,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক শফিউল আলম তালুকদার( ভিপি মানিক),সাবেক কলেজ ছাত্রলীগ নেতা ও মিরাশী ইউনিয়ন কৃষকলীগে সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান সোহাগ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মানিক মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মনির আহমেদ তালুকদার ও সাবেক ছাত্রলীগ নেতা মানিক মিয়া।
মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রীস আলী আলতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসাইন জিতু,বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি মোঃ আবু তাহের,পৌরসভার আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মদরিছ মহালদার,যুগ্ন সম্পাদক ক্রীড়াবিদ আনোয়ার আলী,সাংগঠনিক সম্পাদক সজল দাস ও রজব আলী চেয়ারম্যান,চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,আহম্মদাবাদ ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি প্রফেসর আবু নাসের,গাজিপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন খান ও সেক্রেটারি আঃ মমালেক মাষ্টার,প্রভাষক হাসানুজ্জামান খান মুর্শেদ,সাংবাদিক আবুল কালাম আজাদ,ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাক্তার সিরাজুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ ও প্রচার সম্পাদক ফারুক দেওয়ান,যুবলীগ সভাপতি সেলিম আহমেদ ও সেক্রেটারি বাচ্চু মিয়া,ছাত্রলীগের সভাপতি আনিসুজ্জামান মাসুম, শ্রমিকলীগ সভাপতি শামসুল আলম,ইউনিয়ন সস্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আলম ও সেক্রেটারি জমরুদ মিয়া,ছাত্রলীগ নেতা সোহেল,রাসেল মোল্লা, স্বেচ্ছাসেবকলীগের নেতা মানুক মিয়া প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। কারন গত নির্বাচনে এই ইউনিয়নে নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছিল।তাই এবার তারা ঐক্যবদ্ধ হয়ে দলীয় নৌকামার্কার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে চান।